ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৈঠকে হেফাজতের নেতারা দাবি করেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা অভিযোগ করেন, এর অংশ হিসেবেই ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে।
নেতারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনাকে “গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস” বলে উল্লেখ করেন। তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং এর পেছনে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন।
হেফাজতে ইসলামের নেতারা ঘোষণা দেন, ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতারা দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতী আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন, মাওলানা বশিরুল হাসান।
নেতারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট সংগঠন নয়, পুরো দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করার প্রয়াস। তারা ইসকনের কার্যক্রমকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে আখ্যা দেন এবং এই বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপের দাবি জানান।