বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, "যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি, সেই খুনি হাসিনা আর ফিরবে না।"
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামায়াতসহ যেসকল দল রয়েছে, আলেম-ওলামারা, ইসলামী অ্যাক্টিভিস্টরা—সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।" তিনি সরকারের বিরুদ্ধে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অভাব এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "এখনও দেশে সিন্ডিকেট রয়েছে, যে হত্যাগুলো ঘটেছে আমরা সেসব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক, শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা করা হয়েছে, গত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।"
এদিন সকালে শহীদ মিনার এলাকায় বিপুল সংখ্যক জনসমাগম ঘটে। জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীসহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা, যারা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান এবং প্রতিবাদ জানাতে এই সমাবেশে উপস্থিত ছিলেন।