1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্মৃতিশক্তি ও মানসিক সতেজতায় বাদামের সঙ্গে ১০টি উপকারী খাবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোসহ সংবিধান সংস্কারে বিএনপির ৫ দফা প্রস্তাব স্বর্ণের দামে ঊর্ধ্বগতি: স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে ‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় এক রাতে নিহত ৫৬ চীনের দুটি বিশ্বমানের হাসপাতালের সঙ্গে ঢাকা মেডিকেলের চুক্তি স্বাক্ষর ঝিনাইদহে জমি বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এই সফর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।”

এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

এছাড়াও সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সামিট আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়নের লক্ষ্যে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পরিবেশগত বৈচিত্র্য কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হবে।

সামিটে থাকছে,  উপস্থাপনা,  ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা,  কর্মশালা,  গোলটেবিল বৈঠক। এই প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী দেশগুলো টেকসই উন্নয়নের নতুন কৌশল ও ধারণা বিনিময়ের সুযোগ পাবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এ সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, পরিবেশ ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে একটি ইতিবাচক বার্তা দেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট