বলিউডে আলোড়ন তোলা ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ‘আশিকি ৩’ নির্মাণ করছেন অনুরাগ বসু। আগেই জানা গিয়েছিল, সিনেমাটিতে নায়ক থাকছেন কার্তিক আরিয়ান। প্রথমে গুঞ্জন ছিল তৃপ্তি দিমরি থাকবেন তার বিপরীতে, তবে এবার জানা গেছে তৃপ্তি নন, বরং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা হচ্ছেন কার্তিকের নায়িকা।
গত বছর ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসিক গার্ল’-এ হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তিনি বলিউডে অভিষেক করতে চলেছেন ‘আশিকি ৩’-এর মাধ্যমে।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকে কার্তিককে দেখা গেছে এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার নিয়ে গাইতে—
🖤 “তু মেরি জিন্দেগি হ্যায়”
🎶 “তুহি প্যায়ার তুহি চাহাত...তুহি আশিকি হ্যায়”
এই ঝলক প্রকাশের পরই তৃপ্তিকে বাদ দেওয়ার গুঞ্জন সত্যি হলো।
তৃপ্তি দিমরি প্রথমে নির্মাতাদের পছন্দ হলেও, ‘অ্যানিমেল’ ও ‘ভুলভুলাইয়া ৩’-এ তার গ্ল্যামার নিয়ে বেশি চর্চা হওয়ায় নির্মাতা অনুরাগ বসু সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি তৃপ্তির বদলে ‘পুষ্পা ২’-এর আলোচিত আইটেম গার্ল শ্রীলীলাকে বেছে নেন।
দর্শকরা কার্তিক আরিয়ানের নতুন রোমান্টিক অবতারে মুগ্ধ হতে প্রস্তুত। এই সিনেমায় শ্রীলীলার অভিনয় কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়!