1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ইঁদুরের আক্রমণে আমন ধানের বড় ক্ষতি: কৃষকেরা দিশেহারা - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

ইঁদুরের আক্রমণে আমন ধানের বড় ক্ষতি: কৃষকেরা দিশেহারা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ইঁদুরের আক্রমণে আমন ধানের বড় ক্ষতি: কৃষকেরা দিশেহারা

আমন মৌসুমে ইঁদুরের আক্রমণে ধানের বড় ক্ষতির মুখে পড়েছেন ঈশ্বরদীর কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় ইঁদুরের তাণ্ডবের ফলে প্রচুর পরিমাণ ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের দাবি, ধানের জমিতে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না।

ঈশ্বরদীর সাঁড়াগোপালপুরের কৃষক তানজিরুল আলম বলেন, “গ্যাস, বিষ ট্যাবলেটসহ নানান পরামর্শ মেনে চলেও ইঁদুরের কবল থেকে ধান রক্ষা করতে পারছি না। জানি না চার বিঘা জমি থেকে কতটুকু ধান ঘরে তুলতে পারব।” মুলাডুলির আরেক কৃষক আব্দুল জব্বার জানান, “সব ধরনের কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাইনি। গর্তে কলাগাছ পুঁতেও ইঁদুর তাড়ানো যাচ্ছে না।”

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি আমন মৌসুমে ঈশ্বরদীতে ইঁদুরের আক্রমণে উৎপাদিত ধানের ২০ শতাংশ (প্রায় ৫ হাজার ৫৬৮ টন) নষ্ট হয়েছে। তবে কৃষকদের মতে, ইঁদুরে নষ্ট হওয়া ফসলের পরিমাণ ৩০ শতাংশের বেশি।

এবারের আমন চাষ: ৩ হাজার ৬৬৩ হেক্টর জমি, লক্ষ্যমাত্রা: ২৭ হাজার ৮৩৯ টন ধান, ক্ষতির পরিমাণ (কৃষি বিভাগের হিসাবে): ২০ শতাংশ।

কৃষকেরা ইঁদুর তাড়াতে বিষ ট্যাবলেট, বিষ টোপ, কলাগাছ পুঁতে দেওয়া, পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং আধাপাকা ধান কেটে নেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করেছেন। তবুও কাঙ্ক্ষিত ফল পাননি। মুলাডুলির কৃষক মিনাজ আলী বলেন, “সাড়ে সাত বিঘা জমিতে চাষ করা ধানের অর্ধেক ইঁদুর কেটে সাবাড় করেছে।”

বাঘহাছলার কৃষক নজরুল ইসলাম জানান, তিনি আধাপাকা ধান কেটে নেওয়া শুরু করেছেন। তাঁর ভাষ্য, “দোকান থেকে নানা ধরনের ইঁদুর মারা বিষ কিনে ব্যবহার করেও ফসল রক্ষা করা যায়নি। বাধ্য হয়ে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, “এই এলাকায় ইঁদুরের অত্যাচার তুলনামূলক বেশি। চলতি মৌসুমে ১৫ থেকে ২০ শতাংশ ধান ইঁদুরে কেটে নষ্ট করেছে, যা কৃষকের জন্য বড় ক্ষতি।” কৃষকদের ইঁদুর নিধনে বিষ ট্যাবলেট, বিষ টোপসহ নানান উপকরণ সরবরাহ করা হচ্ছে। ইঁদুর মারতে কৃষকদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে।

ইঁদুরের আক্রমণে কৃষকেরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ফসলের ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এ বিষয়ে কার্যকর ও টেকসই সমাধান এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট