টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে সরকারি নির্দেশে মাওলানা সাদ অনুসারীরা বুধবার (১৮ ডিসেম্বর) ময়দান ত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাওলানা সাদ অনুসারীরা ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের পরিকল্পনা করেছিলেন। তবে সংঘর্ষের পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইজতেমা ময়দান থেকে সাদ অনুসারীদের চলে যেতে নির্দেশ দেয়।
বুধবার বিকেল থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগের প্রস্তুতি নিতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ময়দান ফাঁকা করে তারা নিজ নিজ গন্তব্যে চলে যান। ময়দান ত্যাগের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজতেমা মাঠ এখন পুরোপুরি ফাঁকা। শুধু সামিয়ানা ও বাঁশের খুঁটি সরানোর কাজ করছেন কয়েকজন কর্মী।
ইজতেমা ময়দানের প্রবেশ গেটগুলো তালাবদ্ধ করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠের দায়িত্ব পালন করছে।”
সংঘর্ষ ও উত্তেজনার পর সরকারি সিদ্ধান্তে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা ময়দান ত্যাগের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়েছে। তবে মাঠে পুনরায় কোনো কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।