1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (তারিখ উল্লেখ করুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

মানববন্ধনে জেলা শাখার নেতৃবৃন্দসহ ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দাবি তুলে ধরেন।

এই সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফাতিমা ফারহানা, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “গত ২৮ জানুয়ারি সরকারের পক্ষ থেকে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণে আশ্বাস দেওয়া হলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষক সমাজ হতাশ এবং ক্ষুব্ধ।”

তারা আরও জানান, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। দেশের হাজারো মাদ্রাসা শিক্ষক এখনও বঞ্চিত রয়েছেন ন্যায্য সুযোগ-সুবিধা থেকে। মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাস পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট