রাজধানীর ইসলামবাগের কামালবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুততম সময়ের মধ্যে, মাত্র ৮ মিনিট পর, বিকেল ৩টা ২৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি।
এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। তবে সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের মূল কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন।