1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ফেরা ও গ্রামে যাওয়ার ব্যস্ততা - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার: নাহিদ ইসলাম

ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ফেরা ও গ্রামে যাওয়ার ব্যস্ততা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ফেরা ও গ্রামে যাওয়ার ব্যস্ততা

দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে এবার ঈদুল ফিতরে অনেক নগরবাসী রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছিলেন। তুলনামূলক স্বস্তিদায়ক ঈদযাত্রার পর এবার শুরু হয়েছে কর্মজীবীদের ঢাকায় ফেরার পালা। তবে, ছুটি দীর্ঘ হওয়ায় এখনো অনেকে গ্রামে ছুটি কাটাচ্ছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর থেকে রাজধানীর সদরঘাট, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেকেই ঢাকায় ফিরছেন, আবার কেউ কেউ এখনো রাজধানী ছাড়ছেন।

গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, কেউ গ্রামে ফিরছেন, আবার কেউ পরিবার নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন। কুষ্টিয়াগামী যাত্রী মিলন মাহমুদ বলেন, ‘ঈদের সময় অফিস ডিউটি করেছি। তাই এখন তিন-চারদিন ছুটি কাটাতে মায়ের কাছে যাচ্ছি। সব ঠিক থাকলে ছুটি শেষে আবারও ঢাকায় ফিরবো।’

ব্যবসায়ী সুমন মাহমুদ পরিবার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর ও সুন্দরবন ঘুরতে যাচ্ছেন। তিনি জানান, ‘ঈদের ছুটিতে ব্যবসা ভালো চলে না, তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বের হলাম।’

সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধীরে ধীরে এখনো ঢাকা ছাড়ছে, আবার কেউ কেউ জরুরি কাজে ঢাকায় ফিরছেন।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ ঈদের ছুটি শেষে ফিরছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।

যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নামাচ্ছে।

সপরিবারে সায়েদাবাদ জনপথ মোড়ে বাস থেকে নামেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। আমি একটি ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করি। কাল থেকে অফিস খুলছে, তাই আজই ফিরতে হলো।’

বাস মালিক ও শ্রমিকরা জানান, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এই ধারা অব্যাহত থাকবে।

তারা আরও জানান, ঢাকায় ফেরার পাশাপাশি কিছু মানুষ এখনো গ্রামে যাচ্ছেন। ছুটি শেষে তারাও কর্মস্থলে ফিরবেন।

ঈদ পরবর্তী এই যাত্রায় সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট