দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে এবার ঈদুল ফিতরে অনেক নগরবাসী রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছিলেন। তুলনামূলক স্বস্তিদায়ক ঈদযাত্রার পর এবার শুরু হয়েছে কর্মজীবীদের ঢাকায় ফেরার পালা। তবে, ছুটি দীর্ঘ হওয়ায় এখনো অনেকে গ্রামে ছুটি কাটাচ্ছেন।
বুধবার (২ এপ্রিল) ভোর থেকে রাজধানীর সদরঘাট, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেকেই ঢাকায় ফিরছেন, আবার কেউ কেউ এখনো রাজধানী ছাড়ছেন।
গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, কেউ গ্রামে ফিরছেন, আবার কেউ পরিবার নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন। কুষ্টিয়াগামী যাত্রী মিলন মাহমুদ বলেন, ‘ঈদের সময় অফিস ডিউটি করেছি। তাই এখন তিন-চারদিন ছুটি কাটাতে মায়ের কাছে যাচ্ছি। সব ঠিক থাকলে ছুটি শেষে আবারও ঢাকায় ফিরবো।’
ব্যবসায়ী সুমন মাহমুদ পরিবার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর ও সুন্দরবন ঘুরতে যাচ্ছেন। তিনি জানান, ‘ঈদের ছুটিতে ব্যবসা ভালো চলে না, তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বের হলাম।’
সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধীরে ধীরে এখনো ঢাকা ছাড়ছে, আবার কেউ কেউ জরুরি কাজে ঢাকায় ফিরছেন।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ ঈদের ছুটি শেষে ফিরছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।
যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নামাচ্ছে।
সপরিবারে সায়েদাবাদ জনপথ মোড়ে বাস থেকে নামেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। আমি একটি ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করি। কাল থেকে অফিস খুলছে, তাই আজই ফিরতে হলো।’
বাস মালিক ও শ্রমিকরা জানান, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এই ধারা অব্যাহত থাকবে।
তারা আরও জানান, ঢাকায় ফেরার পাশাপাশি কিছু মানুষ এখনো গ্রামে যাচ্ছেন। ছুটি শেষে তারাও কর্মস্থলে ফিরবেন।
ঈদ পরবর্তী এই যাত্রায় সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাত্রীরা।