1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় এক রাতে নিহত ৫৬ চীনের দুটি বিশ্বমানের হাসপাতালের সঙ্গে ঢাকা মেডিকেলের চুক্তি স্বাক্ষর ঝিনাইদহে জমি বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন “কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা

ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি পালিত পবিত্র ঈদুল ফিতর-এ দেশের মহাসড়কে উল্লেখযোগ্য যানজট না থাকা এবং বিদ্যুৎ বিভ্রাট না ঘটায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু এবং রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “এবারের ঈদুল ফিতর নিয়ে এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি। সবকিছুই ছিল সুশৃঙ্খল ও সুন্দর। এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে।”

তিনি আরও বলেন, এবার একটি ভালো উদাহরণ তৈরি হয়েছে, এখন এই নিয়ম ও কাঠামোকে সারা বছর জুড়ে অনুসরণ করার সময় এসেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফওজুল কবির খান, যিনি পুরো প্রস্তুতি কার্যক্রমের নেতৃত্ব দেন।

তিনি বলেন, “আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে কাজ করিনি। বরং একটি ইউনিট হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।” উদাহরণ হিসেবে তিনি সায়েদাবাদ বাস টার্মিনাল পরিষ্কারের কথা তুলে ধরেন, যেখানে পরিবেশ মন্ত্রণালয়সহ বেসরকারি খাতও অংশগ্রহণ করে।

তিনি আরও জানান, “ঈদের ছুটির সময় কোনও কর্মকর্তা তাদের নিজ বাড়িতে যাননি। বরং মাঠপর্যায়ে থেকে সকলে নিশ্চিত করেছেন যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “যদি এমনই পরিকল্পনা ও আন্তরিকতা বজায় থাকে, তাহলে আসন্ন ঈদুল আজহাতেও থাকবে না কোনো বড় ধরনের লোডশেডিং কিংবা যানজট। নাগরিকদের জন্য এটি হবে আরেকটি নির্বিঘ্ন উৎসব।”

সভায় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথি, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট