দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভিন্নধর্মী নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইতোমধ্যেই শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ। টিকে আছে মাত্র চারটি দল—বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে সেমিফাইনালের চূড়ান্ত উত্তেজনা।
ছয় বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, যারা শক্তিশালী বায়ার্ন মিউনিখকে বিদায় করে জায়গা করে নিয়েছে শেষ চারে।
প্রথম লেগ: ১ মে, রাত ১টা, অলিম্পিক স্টেডিয়াম (বার্সেলোনা)
দ্বিতীয় লেগ: ৭ মে, রাত ১টা, সান সিরো (মিলান)
১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ফিরেছে আর্সেনাল। কোয়ার্টারে তারা ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। অপরদিকে পিএসজি হারিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে।
প্রথম লেগ: ৩০ এপ্রিল, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম (লন্ডন)
দ্বিতীয় লেগ: ৮ মে, রাত ১টা, পার্ক দে প্রিন্স (প্যারিস)
সব উত্তেজনার পরিণতি ঘটবে ১ জুন, জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায়। কে হবে ইউরোপ সেরা? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা ম্যাচ।