1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ওয়াদিফা আহমেদ এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন, মহিলা বিশ্বকাপে কোয়ালিফাই - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

ওয়াদিফা আহমেদ এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন, মহিলা বিশ্বকাপে কোয়ালিফাই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ওয়াদিফা আহমেদে

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দাবাড়ু ওয়াদিফা আহমেদ। এই সাফল্যের সুবাদে তিনি ফিদে মাস্টার থেকে মহিলা আন্তর্জাতিক মাস্টার (WIM) উপাধি অর্জন করেছেন। পাশাপাশি, আগামী ৫ জুলাই জর্জিয়ায় অনুষ্ঠিতব্য দাবার মহিলা বিশ্বকাপে খেলার সুযোগও পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ওয়াদিফা। শেষ রাউন্ডে তিনি নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেন। বিভিন্ন দেশের ২৩ জন প্রতিযোগীর মধ্যে রানী হামিদ সপ্তম ও নারী ফিদে মাস্টার নোশিন আনজুম দ্বাদশ স্থান অর্জন করেন।

ওয়াদিফা আহমেদ বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার (WIM)। এর আগে এই উপাধি পেয়েছেন রানী হামিদ, শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টাররা (WFM) যদি চ্যাম্পিয়ন হন, তবে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার উপাধি লাভ করেন। এ ক্ষেত্রে নর্ম অর্জনের শর্ত প্রযোজ্য নয় এবং ২২০০ রেটিংয়ের পরিবর্তে ২০০০ রেটিং থাকলেই হয়। ওয়াদিফার বর্তমান রেটিং ২০৯৭।

ওপেন (ছেলেদের) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (IM) মনন রেজা নীড়। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করে সাত পয়েন্ট সংগ্রহ করেন তিনি। এই জয়ের ফলে তিনি আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ওয়াদিফা আহমেদের এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ জয় ও মহিলা বিশ্বকাপে কোয়ালিফাই করা বাংলাদেশের দাবার জন্য বড় এক অর্জন। একই সঙ্গে, ওপেন বিভাগে মনন রেজা নীড়ের শিরোপা জয় দেশের দাবা অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যাচ্ছে, বিশ্বমঞ্চেও তারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট