নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি হাঁসের খামারে ফাঁদ পেতে ধরা হয়েছে একটি মেছোবাঘের বাচ্চা। শুক্রবার (৪ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচুড়া গ্রামে শেখ জামালের খামারে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বায় তিন ফুট। সারা শরীরে ডোরাকাটা দাগ ও ধূসর রঙের পশম রয়েছে। মুখমণ্ডল অনেকটা সাধারণ বিড়ালের মতো দেখতে হলেও এটি একটি মেছোবাঘ।
খামারি শেখ জামাল জানান, গত দুই মাস ধরে তার খামার থেকে রাতের বেলায় একে একে প্রায় ২৮টি হাঁস খেয়ে নেয় অজ্ঞাত কোনো প্রাণী। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি খামারে ফাঁদ পেতে রাখেন। অবশেষে শুক্রবার ফাঁদে ধরা পড়ে এই মেছোবাঘের বাচ্চাটি।
তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম শিয়াল বা বনবিড়াল জাতীয় কিছু হবে। কিন্তু ফাঁদে ধরা পড়ার পর দেখি এটি মেছোবাঘ। গ্রামের কিছু লোক একে মেরে ফেলার জন্য এগিয়ে আসে। আমি তাদের বাধা দিই এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশকে খবর দিই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “একটি হাঁসের খামার থেকে মেছোবাঘের বাচ্চা আটকের খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, বন-জঙ্গলে খাবারের সংকটের কারণে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। বন্যপ্রাণী হিসেবে এটি সংরক্ষণের জন্য বন বিভাগের সহায়তায় অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, মেছোবাঘ (Leopard Cat) একটি মধ্যম আকারের বন্যপ্রাণী যা সাধারণত বনাঞ্চলে বসবাস করে। লোকালয়ে এদের দেখা পাওয়া বিরল হলেও মাঝে মাঝে খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসে।