
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাএলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯মার্চ) বিকেলে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে শিয়ালকাঠি চৌরাস্তা মোড়ে ছাত্রদলের সভাপতি সোয়াইব সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ সহ জেলা ও উপজেলা বিএনপি,ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রদলের নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, শুক্রবার রাতে কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই ঢাকায় যুবলীগ নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের উপর হামলা করে। এতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেলাল হোসেন, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান ও অটো রিক্সাচালক কাওসার হোসেন আহত হন।
স্থানীয়রা হামলায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ০২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শামীম রাঢ়ী নামে ০১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Like this:
Like Loading...
Related