1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের জুমার নামাজ আদায় - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের জুমার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের জুমার নামাজ আদায়

রাজধানীর কাকরাইল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। শুক্রবার (আজ) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে সাদপন্থীরা ঢাকায় আসেন এবং কাকরাইল মসজিদের আশপাশে জড়ো হন। দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য তাঁরা মসজিদে প্রবেশ করেন।

তাবলিগ জামাতের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এক পক্ষের নেতৃত্বে আছেন মাওলানা জোবায়ের আহমদ এবং অন্যপক্ষে মাওলানা সাদ কান্ধলভী। এই বিরোধ নিরসনের জন্য সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় গত ১২ নভেম্বর একটি সমঝোতার সিদ্ধান্ত নেয়। এর আওতায় দুই পক্ষকে কাকরাইল মসজিদে আগের নিয়মে অবস্থানের সুযোগ দেওয়া হয়।

চার সপ্তাহ কাকরাইল মসজিদ জোবায়েরপন্থীদের নিয়ন্ত্রণে থাকবে। দুই সপ্তাহ দায়িত্ব পালন করবেন সাদপন্থীরা। আজ থেকে সাদপন্থীদের দুই সপ্তাহ শুরু হওয়ায় তাঁরা কাকরাইল মসজিদে আসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাদপন্থীরা মসজিদে প্রবেশের সময় কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর শান্তিপূর্ণ পরিবেশে সবাই জুমার নামাজ আদায় করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, “সবাই শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন। কোনো বড় ধরনের ঝামেলা হয়নি।”

তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা সাদ কান্ধলভীর ভূমিকা নিয়ে বিরোধ তৈরি হয়। জোবায়েরপন্থীরা মাওলানা সাদের কিছু মতবাদকে বিতর্কিত বলে দাবি করেন এবং তাঁকে বাংলাদেশে আসতে বাধা দেন। সমঝোতা অনুযায়ী, মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারবেন না।

সমঝোতার অংশ হিসেবে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব আয়োজন করবে জোবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্ব আয়োজন করবে সাদপন্থীরা। সাদপন্থীদের দাবি, মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হোক এবং তাঁদের কোনো বাধা দেওয়া না হোক।

চাঁদপুর থেকে আসা আমিনুল ইসলাম বলেন, “আমরা নিয়ম অনুসারে কাকরাইল মসজিদে এসেছি। আমাদের আশা, নিয়ম মেনে ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হবে এবং কোনো বাধা দেওয়া হবে না।”

কাকরাইল মসজিদে নিয়মিত জমায়েত তাবলিগ জামাতের বিরোধ মেটাতে ভূমিকা রাখলেও এটি স্থানীয় ব্যবসায়ী ও এলাকার পরিবেশে প্রভাব ফেলছে। তবে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সরকারের সমঝোতা প্রক্রিয়া কার্যকর থাকলে এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। তবে উভয় পক্ষের অংশগ্রহণ এবং মতপার্থক্যের প্রতি সহনশীল আচরণই দীর্ঘমেয়াদি সমাধানের চাবিকাঠি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট