নেপালের ললিতপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। রবিবার সাতদোবাতোয়া তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৪১-১৮ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ।
খেলার শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে নেপাল নারী দল। শক্তিশালী শারীরিক গঠন ও ধারাবাহিক অনুশীলনের ফল দেখিয়েছে তারা মাঠে। প্রথমার্ধে এক লোনা এবং বেশ কিছু বোনাস পয়েন্ট তুলে নেয় নেপাল। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ১৮-৬, যেখানে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দল নেপালের প্রতিরোধ ভাঙতে পারেনি। নেপাল এই অর্ধে আরও দুটি লোনা তুলে নেয়, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভিন মালেকা হারের কারণ হিসেবে কিছু বাস্তব সমস্যা তুলে ধরেছেন। তিনি বলেন, “আমরা গতকালই ঢাকা থেকে এসেছি, বিশ্রামের পর্যাপ্ত সময় পাইনি। ইনজুরিতে রয়েছে ২-৩ জন খেলোয়াড়। এছাড়া ঈদের ছুটির কারণে অনুশীলনের ঘাটতি হয়েছে। এসব কারণে আমাদের প্রস্তুতি পুরোপুরি হয়নি।”
নেপাল দলের এগিয়ে থাকার কারণ
নিয়মিত অনুশীলন
শারীরিক গড়নে অধিক শক্তিশালী
আন্তর্জাতিক অভিজ্ঞতা (এসএ গেমস ও এশিয়ান গেমসে সাফল্য)
হোম ভেন্যুর সুবিধা
সিরিজের পরবর্তী খেলা আজই
প্রথম ম্যাচের হারের পর আজই (সোমবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যু সাতদোবাতোয়া তায়কোয়ানদো হলে। কোচের ভাষ্যমতে, আজকের ম্যাচে আগের দিনের চেয়ে ভালো পারফর্ম করতে প্রস্তুত বাংলাদেশ।