ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের গুলি, চকলেট বাজি, মোবাইল, নগদ টাকা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেহরীহুদা গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের রোস্তম মন্ডলের ছেলে লাল মিয়া এবং নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম।
যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আতিকুর রহমান রুশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, তেহরীহুদা গ্রামের একটি বাড়িতে কিছু দুষ্কৃতিকারী অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি টিম রাত সাড়ে ১২টার দিকে লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বসতঘর থেকে উদ্ধার করা হয়, একটি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, দু'টি গুলির খোসা, একটি গুলির পিলেট, পিস্তল তৈরির দু'টি লোহার বডি, একটি চাইনিজ কুড়াল, আটটি চকলেট বাজি, দু'টি মোবাইল ফোন, নগদ ২১,৫৫০ টাকা, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।