দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিকের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে।
১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে।
অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।