দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান।
বৃহস্পতিবার (২০ মার্চ) দারুল উলুম কওমী মাদ্রাসার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় যুব সমাজ ও ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, কাহারোল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মোঃ সাব্বির হোসেন, যুব সমাজ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জনগণের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।