দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রথমবারের মতো উচ্চ মূল্যের সবজি স্কোয়াশের চাষ শুরু হয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে। দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তাঁড় গাও ইউনিয়নের বাইশপুর গ্রামে কৃষক মো. আলী হোসেন এই প্রদর্শনী করেছেন।
কৃষক আলী হোসেন জানান, উপজেলা কৃষি অফিসে প্রশিক্ষণ নেওয়ার পর কৃষি অফিসার তাকে স্কোয়াশ চাষে উৎসাহিত করেন। প্রশিক্ষণের পর তিনি সুপার এক্সেল জাতের স্কোয়াশের বীজ, সার এবং আনুষঙ্গিক খরচ বাবদ তিন হাজার টাকা সহায়তা পান। তিনি গত নভেম্বর মাসে স্কোয়াশের বীজ রোপণ করেন। বর্তমানে তার বিশ শতক জমিতে ছয়শটি স্কোয়াশ গাছ রয়েছে, এবং প্রতিটি গাছে পাঁচ থেকে ছয়টি ফল ধরেছে। একেকটি ফলের ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হচ্ছে।
আলী হোসেনের হিসাব অনুযায়ী, তার মোট খরচ হয়েছে ছয় থেকে সাত হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী তিন মাসের মধ্যে তিনি আশি হাজার টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ভবিষ্যতে তিনি বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ করার পরিকল্পনা করেছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহন বীশ জানান, এই প্রদর্শনীতে সার্বক্ষণিক সহায়তা ও তদারকি করছেন উপসহকারী কৃষি অফিসার মো. মাহফুজুল হাসান। বর্তমানে স্থানীয় বাজারে স্কোয়াশ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য একটি লাভজনক সম্ভাবনা সৃষ্টি করেছে।