দেশের সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ১৩মার্চ বৃহস্পতিবার বিকেলে কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, আমতলা মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি মোঃ সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তরা দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের নারীরা আজ নিরাপত্তা হীনতায় ভুগছে, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই আইনের কঠোর প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই অপরাধ দমনের প্রধান উপায়। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।