দিনাজপুরের কাহারোলে "তারুণ্যের উৎসব ২০২৫" উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় উপজেলা ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩২টি টিম অংশ নিয়েছে। ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী দর্শকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা তারুণ্যের সৃজনশীলতা বিকাশ ও সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।