বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণী পর্ব শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন, যা দর্শকদের মুগ্ধ করে।