দিনাজপুরের কাহারোলে বিএনপির কার্যালয় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা যায়, কাহারোল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা কার্যালয়ে ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুন ধরে। আশপাশের লোকজন দ্রুত কাহারোল ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কার্যালয়ের সব আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ রেজাউল করিমের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।
বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাঈদ বাবু ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এই আগুন লাগার সঙ্গে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা জড়িত।’
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।’