দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জোত মুকুন্দপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আঃ জব্বার (৫৭) কয়েকদিন আগে তার বড় ভাই মোঃ ইউনুস আলীর সীমানা থেকে তিন-চারটি ছোট কদম গাছ কেটে ফেলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইউনুস আলীর ছেলে ওয়াদুদ (৫৪) ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে বের হয়ে চাচা আঃ জব্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আঃ জব্বারকে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই অভিযুক্ত ওয়াদুদ পালিয়ে যায়।
ওসি মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ওয়াদুদকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।