দিনাজপুরের কাহারোল উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বাসন্তী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খোশালপুর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এ মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ হরিপ্রিয়ানন্দজী ও শমানন্দজী মহারাজ। এ সময় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক দিজেন্দ্র কুমার দেবনাথসহ আশ্রমের সকল ভক্তবৃন্দ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ধর্মীয় আলোচনা সভা। ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, এ মন্দির নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন প্রাণসঞ্চার হবে এবং আগামী প্রজন্ম একটি শান্তিপূর্ণ ও মানবিক শিক্ষা অর্জনের সুযোগ পাবে।