কাহারোল উপজেলায় এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সকল এনজিওর কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।
এনজিও সমন্বয় সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।