অভিনন্দনে ভাসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এই অভিনেত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েল এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে তাদের কন্যা সন্তানের আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন।
এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। তখন থেকেই মল্লিক এবং রানে পরিবারের সদস্যদের মধ্যে সন্তান আগমনের জন্য অধীর অপেক্ষা শুরু হয়। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। কোয়েলের কোলজুড়ে এলো এক ফুটফুটে কন্যাসন্তান। মা এবং নবজাতক দু’জনই সুস্থ আছেন।
কন্যাসন্তান আগমনের আনন্দ জানিয়ে কোয়েল মল্লিক একটি পোস্টকার্ড শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।” তার এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। মন্তব্যের ঘর ভরে উঠেছে ভালোবাসা এবং আশীর্বাদে।
এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। তার পুত্রসন্তান কবীরের জন্মের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। তবে দ্বিতীয় সন্তান আসার আগে তেমন কোনো তথ্য প্রকাশ করতে দেখা যায়নি তাকে।
কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতাগুলো হয়েছিল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে।
দ্বিতীয় সন্তানের আগমনে কোয়েলের ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মল্লিক পরিবারেও উৎসবের আমেজ। জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত সুখবর তার ভক্তদের মনে আনন্দ এবং উদ্দীপনা যোগ করেছে।