জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-না শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আসন্ন ২১ জুন তিনি সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
বিয়ের অনুষ্ঠানটি সিউলে একটি ঘরোয়া পরিসরে আয়োজন করা হবে বলে জানা গেছে।
বিয়ের ঘোষণা প্রসঙ্গে পার্ক হা-না বলেন, "পরিচিতদের সঙ্গে এক আড্ডায় কিমের সঙ্গে আমার পরিচয়। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, ফলে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জুটি হয়ে উঠি এবং দুজন দুজনের সঙ্গ উপভোগ করি। একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে ভীষণ সহানুভূতিশীল।"
পার্ক হা-নার হবু স্বামী কিম তে-সুল একজন সাবেক পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। বর্তমানে তিনি গোইয়াং সোনোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানিয়েছেন, "পার্কের অভিনয়ের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। বিয়ের পরও তিনি তার অভিনয় চালিয়ে যাবেন এবং আমি তার ক্যারিয়ারে সম্পূর্ণ সহযোগিতা করব।"
পার্ক হা-না ২০০৩ সালে একজন গায়িকা হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। তবে পরবর্তীতে তিনি অভিনয়ে থিতু হন এবং বেশ কিছু জনপ্রিয় কোরিয়ান ড্রামায় অভিনয় করে পরিচিতি পান।
তার অভিনীত উল্লেখযোগ্য সিরিজগুলো হলো, 'টোয়েলভথ সাইন অব লাভ', 'আ হান্ড্রেড ইয়ারস লিগ্যাসি', 'ইমপ্রেস কি', 'স্টিল লাভিং ইউ', 'দ্য প্রমিজ'।
তবে 'মাই মেরি ম্যারেজ' সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন।
পার্ক হা-না ও কিম তে-সুলের বিয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে তাদের ভক্ত ও সহকর্মীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন।
এই তারকা যুগল বিয়ের পরও নিজ নিজ কর্মজীবন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।