ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ জনাব মোহাম্মদ গোলাম হাফিজ নাহিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর পিটি প্যারেড প্রদর্শন করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অভিভূত করেন। দিনব্যাপী নানা খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক জনাব মোহাম্মদ এ লতিফ।
ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সরব উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছিল উৎসবমুখর।