খুলনার দিঘলিয়ায় মানব পাচার ও মুক্তিপণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পথের বাজার এলাকা থেকে মানব পাচার চক্রের সদস্য রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল শেখ ফেনী জেলার সদর থানার কাতালিয়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মো. আরিফ (৩৫) নামে এক ব্যক্তির মুক্তিপণ বাবদ ২৫ লাখ টাকা দাবি করেছিল। ভিকটিমের স্ত্রী ফেনী সদর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করলে পুলিশের তদন্তে রুবেল শেখের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার ভিকটিম আরিফকে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন কৌশলে অপহরণ করা হয় এবং ইউরোপে পাচারের নামে জিম্মি করে ফেলা হয়। এরপর চক্রটি ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল শেখের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত।
মানব পাচার চক্রটি বাংলাদেশ থেকে নিরীহ ব্যক্তিদের টার্গেট করে লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। পরে তাদের অপহরণ করে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমদের শারীরিক নির্যাতন করা হয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে পরিবারের কাছে ভয়াবহ ভিডিও পাঠানো হয়।
পুলিশ জানায়, রুবেল শেখকে গ্রেপ্তারের পর মানব পাচার চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তারা চক্রের মূল হোতাদের ধরতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।
এই চাঞ্চল্যকর ঘটনায় দিঘলিয়া থানা পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং সাধারণ জনগণকে বিদেশে কাজের সুযোগের নামে প্রতারণামূলক প্রস্তাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।