1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খুলনার দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ - উদ্দীপনায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

খুলনার দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ – উদ্দীপনায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
স্বাধীনতা ও জাতীয় দিবসের  বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন,
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।  আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন জাতি হিসেবে পরিচিতি লাভ করি। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্ব, ত্যাগ এবং অদম্য সাহসের ফসল, যাদের রক্তে লেখা হয়েছে এই দিনটির ইতিহাস তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকের এই দিনে, আমরা বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

বাঙালি জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতার মাধ্যমে এই বিজয় অর্জন করেছি। ১৯৭১ সাল আমাদের স্মরনীয় বছর  । আমাদের পাওয়ার আনন্দ যেমন রয়েছে পাশাপাশি হারানোর বেদনাও  রয়েছে।

দীর্ঘ  ৯  মাসের সশস্ত্র সংগ্রামে  পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদা বাহিনী  তাদের এদেশীয় দোসরদের সহায়তায় ২৫ শে মার্চ কাল রাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নিরস্ত্র বাঙ্গালিকে নির্বিচারে হত্যা করে।  বিজয়ের ঠিক আগ মুহূর্তে এ দেশকে মেধাশূন্য করার জন্য ১৪ ডিসেম্বর ১১ শত  ১১ জন বুদ্ধিজীবীকে  রায়ের বাজার বদ্ধভূমিতে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে।  বহু প্রাণ আর  এক সাগর রক্তের বিনিময় বীর  বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য ।

পরম শ্রদ্ধা আর ভালবাসায় আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধে অবদানকারী লাখো শহীদদের যাদের  জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও লাল- সবুজ  পতাকা  ।  শিক্ষা স্বাস্থ্য আবাসন সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল আমাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ  বাংলাদেশ বিনির্মাণ। এ লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশপ্রেমী নাগরিক আমাদের প্রয়োজন ।

আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমাদের যে লক্ষ্য—দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা—সেই লক্ষ্যে আমরা একতাবদ্ধ থাকবো। প্রতিটি মানুষ যেন পায় নিজের মর্যাদা, নিজের পরিচয়, এবং নিজের স্বাধীনতা।

জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে   আজ আমাদের  দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে, আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে। পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে।

তিনি  আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের  ইতিহাস ও  স্বাধীনতা সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরতে   সকলের প্রতি আহ্বান জানান।  এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে সোনার বাংলা গড়তে সকলের শপথ নিতে হবে।

দিঘলিয়ায়  স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রত্যুষে ৩১ বার   তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের  কর্মসূচির শুরু হয় । সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ,আধা সরকারি, স্বায়ত্তশাসিত  ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের  মধ্য দিয়ে ৭১ এর  শহীদদের স্মরণে উপজেলা  প্রশাসন , পুলিশ , মুক্তিযোদ্ধা ,উপজেলা বিএনপি , প্রেসক্লাব, সামাজিক প্রতিষ্ঠান  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  শহীদ বেদীতে  পুষ্প্রস্তবক অর্পণ করেন  এর পর উপজেলার দেয়াড়াস্থ  গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পণ শেষে   বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ।
শহীদের স্মরণে দিঘলিয়ার দেয়াড়াস্থ গণকবরে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য  অর্পণ করেন ।
  এছাড়া জাতির শান্তি , সমৃদ্ধি , দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং  শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত  কামনায় সকল মসজিদ, মন্দির ,গীর্জা ও উপাসনালয় বিশেষ দোয়া  এবং মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ২৬ মার্চ  স্বাধীনতা দিবস সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুপুরের পরিবর্তে রাতে হাসপাতাল ও এতিমখানা বিশেষ খাবার পরিবেশন করা হয়।
 স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস,  অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন , ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার  উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল  , উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ,  আরো উপস্থিত ছিলেন , তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ,  উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, উপজেলা   প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস , মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম,যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান  , আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক শামীম, জাহিদ হোসেন রানা মোল্লা, ছাত্র ছাত্র সমন্বয়ক রাতুল সহ উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পস্তব অর্পণ করেন ,সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ, একে এম রেজাউল হোসেন,মুন্সি আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,  মুক্তিযোদ্ধা মনির হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন শেখ, মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মুক্তিযোদ্ধা গনেষ রায় প্রমূখ।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায়র আয়োজন করে। সভায়  উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু  সভাপতিত্বে বক্তব্য রাখেন,
আব্দুর রকিব মল্লিক , শরীফ মোজাম্মেল হোসেন,গাজী জাকির হোসেন,শেখ মোসলেম উদ্দিন, শেখ আসাদুজ্জাম, রিনা পারভিন, কুদরত-ই এলাহী স্পিকার, খন্দকার ফারুক হোসেন, আব্দুল কাদের জনি, ইউপি সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু, তৈয়েব মোল্লা, আল-আমিন শেখ,মোহাম্মদ আলী টুটুল প্রমূখ।
জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে মোটর শোভাযাত্রা করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুসফিক এর নেতৃত্বে মোটর শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে  স্বাধীনতা দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত , আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার  মোঃ  মহাসিন উদ্দিন এর সভাপতিত্বে  খান হাফিজুর রহমান নবী সঞ্চালনায়  বক্তব্য রাখেন, গোলাম রহমান, হাসান উদ্দিন মোল্লা প্রমূখ।
উপজেলা পূজা উদযাপন  পরিষদের  পক্ষে  পুষ্পস্তব অর্পণ করেন সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার দাস, সহ-সভাপতি কিশোর কুমার দে।
গণধিকার পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ  করেন, উপজেলার সভাপতি সাফায়েত আলী ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ সজীব মাহামুদ সহ দলীয় নেতা-কর্মীরা
প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ২৬ মার্চ  ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। দিনব্যাপী অনুষ্ঠানের মাঝপথে  প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও দিঘলিয়া প্রেসক্লাবের, সুধী বৃন্দের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট