খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় দিঘলিয়ার হাজীগ্রাম ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও নির্বাচন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ মোসলেম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু।
সম্মেলনে বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার পাশাপাশি আগাম রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, মোঃ গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, মোঃ মোসলেম উদ্দীন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, ডাঃ হাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন এবং কুদরত-এ-এলাহী ইস্পিকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাসেদ কবীর জুয়েল, মোঃ বাদশা গাজী, মোঃ আলম চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মাদ খান, মোঃ সাজ্জাদ, আরিফুল ইসলাম হাসান, হোসেন, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, মোঃ লিটন শেখ, মোঃ খায়রুল মল্লিক, মোহাম্মদ আলী টুটুল, মোঃ হিমেল গাজী, মোঃ এফতেকার সরদার প্রমুখ।
সম্মেলনে সেনহাটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আঃ সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদ সর্দার। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আঃ রশিদ এবং সাধারণ সম্পাদক মোঃ আজাদ সর্দার।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে সেনহাটি ইউনিয়নের রাজনৈতিক মাঠে বিএনপির সক্রিয়তা বাড়বে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।