গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় গত দুই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯২ জন ফিলিস্তিনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।
সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত বহু ভবনের ধ্বংসস্তূপে এখনও আটকে আছে ১০ হাজারের বেশি মরদেহ। উদ্ধারকর্মীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাব, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা এবং টানা হামলার কারণে মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সেবাও প্রায় অচল হয়ে পড়েছে।
এদিকে, চলমান সংকট নিরসনে মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের কাছে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাবে বলা হয়েছে, ১১ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হবে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবটি পর্যালোচনা করছে তারা। খুব শিগগিরই এ বিষয়ে সংগঠনের অবস্থান জানানো হবে বলে জানানো হয়েছে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়, তারা এখনো তাদের মূল দাবিতে অনড় রয়েছে, গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা, হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ইসরায়েলকে শত্রুতা পুরোপুরি বন্ধ করতে হবে। এ দাবিকে সম্মান না করলে যুদ্ধবিরতির আলোচনার মানে হয় না।”
প্রস্তাবে প্রথমবারের মতো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানায় ইসরায়েল, যা আরও উত্তেজনার সৃষ্টি করেছে।