চট্টগ্রামের বাকলিয়ায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগে গিয়াস উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক মানারুল কোরআন মাদ্রাসায় কর্মরত ছিলেন এবং ঘটনাস্থল ছিল মাদ্রাসাটির শয়নকক্ষ। ভয়াবহ এ ঘটনা ঘটে গত ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে, বাকলিয়া থানাধীন ইসহাকেরপুল এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাতে শিক্ষক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ এপ্রিল) তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, অভিযুক্ত গিয়াস উদ্দিন কক্সবাজার জেলার পুকখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বাকলিয়ার ইসহাকেরপুল এলাকার ইউসুফের বাড়িতে বসবাস করতেন এবং সেখানেই মাদ্রাসাশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী তিন শিশুই ওই মাদ্রাসার ছাত্র।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ ভুক্তভোগী শিশুদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা বা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। বর্তমানে এ ঘটনায় ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বাকলিয়া থানা পুলিশ তদন্তাধীন রয়েছে।