ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে বেসরকারি কলেজ থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যাঁরা জোরপূর্বক পদত্যাগে বাধ্য হয়েছেন, তাঁদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ থাকলে তা বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন পাঠাতে হবে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইন ও বিধিবিধান মেনে মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা জারি করবে।
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে শিক্ষকরা দাবি করেছেন, কয়েক শ শিক্ষক এই পরিস্থিতির শিকার হয়েছেন। তাঁরা আগের পদে পুনর্বহাল এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানাচ্ছেন। বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকেরা তাঁদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন।
মন্ত্রণালয়ের এই নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষকদের দাবি এবং তদন্তের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে এই সংকটের সমাধান সম্ভব হবে। শিক্ষাখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।