1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ছাত্র-জনতার ঐক্যের ডাক ‘সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে’: মির্জা ফখরুল - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস

ছাত্র-জনতার ঐক্যের ডাক ‘সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে’: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ভার্চ্যুয়াল বক্তব্য

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র ও জনগণের ঐক্যের মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আজ যেটা প্রয়োজন, তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য।’

আজ শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।

ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। অসংখ্য ছাত্রকে হত্যা করেছে। আজ তোমাদের আন্দোলনের ফলে শেখ হাসিনা পালিয়েছে। এটাই আমাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য লুটপাট, হত্যা ও গুমের রাজনীতি করে। তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। এবারো তারা তা-ই করেছে। তবে জনগণ ও ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।’

ছাত্রদলের নেতা-কর্মীদের পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, ‘তোমাদের সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনায় ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে। জাতীয়তাবাদী দলের যে দর্শন, তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সব সময় চাই এ দেশ দুর্নীতিমুক্ত হোক। গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে। আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। তবে সেই চক্রান্তের কাছে আমরা কখনো মাথা নত করব না।’

মির্জা ফখরুল জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। ৭ নভেম্বর জনগণ তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। মাত্র চার বছরের শাসনামলে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং শিক্ষাকে গণমুখী করার পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্নীতি দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ছাত্রদের সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখনো তারা লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তাদের দুঃশাসনের কারণে চরম দুর্ভিক্ষ হয়েছিল। পরে বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র হত্যা করেছিল। সেই একদলীয় শাসনব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন শহীদ জিয়াউর রহমান।’

ছাত্র সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম।

সমাবেশে বক্তারা ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট