বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক সংস্কার ও সাংবিধানিক প্রস্তাবনা নিয়ে আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছে দলটির একটি প্রতিনিধি দল। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামায়াতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দল।
এর আগে ২০ মার্চ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে বেশ কিছু রাজনৈতিক ও সাংবিধানিক প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ছিল:
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু
দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন
সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার
জামায়াত নেতারা জানিয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, বরং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তার ওপর ভিত্তি করে নির্বাচন চায়। প্রয়োজনে তার জন্য সরকারকে অতিরিক্ত সময় দেওয়ারও পক্ষে মত দিয়েছে দলটি।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচন প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায় তৈরি করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চলমান রয়েছে।