জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
সংবর্ধনা অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা সংকটে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এস.এম. মোজাম্মেল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জামালপুর। প্রফেসর মো. হারুন অর রশিদ, অধ্যক্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। আবু ফয়সল মো. আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা। মো. আশরাফুল ইসলাম বুলবুল, এমডি, হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল (লি.)।
এছাড়াও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কগণ, মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সংবর্ধনা অনুষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে। পুলিশ সুপারসহ অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।