1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঝিনাইদহে রাস্তা খুঁড়ে রেখে উধাও ঠিকাদার, উন্নয়নের নামে জনভোগান্তি চরমে - RT BD NEWS
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিজার ডেলিভারি: মেয়েদের শরীরে সম্ভাব্য ক্ষতি ও ভবিষ্যতের ঝুঁকি টাঙ্গাইলে সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা পাকিস্তানে আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৫৪ সন্ত্রাসী নিহত ইতালি প্রবাসী রিন্টুর হত্যা: ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদও নূরজাহান বেগমের পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী ঐক্য ফোরাম মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত জামালপুরে ভুয়া সাংবাদিক সেজে স্বামী-স্ত্রীর প্রতারণা: টার্গেটে সরকারি অফিস ও ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের দায়ে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও, জড়িত হাওয়ালা লেনদেনেও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বিশ্বমানের হাসপাতাল স্থাপনের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জবাসীর সোচ্চার আন্দোলন

ঝিনাইদহে রাস্তা খুঁড়ে রেখে উধাও ঠিকাদার, উন্নয়নের নামে জনভোগান্তি চরমে

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী-কাতলামারী সড়কে খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগে ভোগা পথচারী ও যানবাহন।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী-কাতলামারী সড়কে খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগে পথচারী ও যানবাহন।

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী থেকে কাতলামারী বাজার পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্প এখন স্থানীয়দের কাছে এক অভিশাপে পরিণত হয়েছে। ‘উন্নয়নের প্রতিশ্রুতি’ দিয়ে শুরু হওয়া সড়ক সংস্কার প্রকল্পটি বর্তমানে জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাস্তার এক পাশ খুঁড়ে ফেলে রেখে কার্যত উধাও হয়ে গেছেন ঠিকাদার মিজানুর রহমান মাসুম, যার পরিচিতি রয়েছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে।

প্রায় এক বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কে কাজ বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থী, অফিসমুখী কর্মজীবী, রোগীবাহী যানবাহন ও কৃষিপণ্য পরিবহনকারী গাড়িগুলোর চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত, ভাঙাচোরা স্থান ও ধুলায় আচ্ছন্ন পরিবেশ।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “রাস্তাটি যেন প্রতিদিন এক যুদ্ধক্ষেত্র। চলাচল মানেই ঝুঁকি। গর্তে পড়ে যাওয়ার ঘটনা এখন নিত্যদিনের বিষয়।”

একজন স্কুলশিক্ষিকা হাসিনা পারভীন জানালেন, “প্রতিদিন সন্তানকে স্কুলে নিয়ে যাই এই ভাঙা রাস্তায়। ভয় হয়, কখন কী হয়। গত সপ্তাহে একজন বৃদ্ধ রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন।”

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের এক পাশে খানাখন্দ করে রেখে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে ঠিকাদার মিজানুর রহমান মাসুমের কোনো খোঁজ নেই। একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় ভ্যানচালক মন্টু শেখ বলেন, “ভাঙা রাস্তা দিয়ে গর্ত এড়িয়ে চালানো প্রায় অসম্ভব। যাত্রীরা পড়ে যান, আবার গাড়ির চাকা আটকে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, “ঠিকাদারকে আমরা বারবার তাগাদা দিচ্ছি। শিগগিরই কাজ আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।”

কিন্তু এলাকাবাসীর দাবি, বারবার এমন আশ্বাস পেলেও বাস্তব অবস্থার কোন উন্নতি হয়নি। তারা চান যথাযথ জবাবদিহি এবং দ্রুত সড়কটি সংস্কারের কাজ শেষ হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট