টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি ও বর্তমান বিক্রমপুর পত্রিকার সম্পাদক মো. ফিরুজ আলম বিপ্লব সভাপতি এবং দৈনিক ভোরের খবর পত্রিকার প্রতিনিধি আপন সরদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৭টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: নারায়ণ চৌধুরী টিটু (দৈনিক নওরোজ), যুগ্ম সাধারণ সম্পাদক: আলি আক্কাস (দৈনিক সকাল), সদস্য: আনিসুর রহমান, সদস্য: বাবু হাওলাদার।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখ এর সঞ্চালনায় এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ব. ম. শামীম, সিনিয়র সাংবাদিক কাজি জহিরসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।