টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ক ও তার দুই বোন যৌন হয়রানির শিকার হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাদের হয়রানি করে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়। বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী নারী সমন্বয়ক জানান, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বখাটেরা তাদের অনুসরণ করছিল। ভিক্টোরিয়া ফুড জোনে পৌঁছালে তারা হয়রানি শুরু করে এবং বিভিন্ন কটূক্তি করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।