ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার ও কুশলী ইউনিয়নের খালেক বাজারে মশাল মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভিডিও ফুটেজে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। এসময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরে বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানানো হয়। পাল্টা বিক্ষোভে নেমেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। পাটগাতীর বাসস্ট্যান্ড, মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট ও পাকুরতিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।
পরে পৌর সুপার মার্কেটে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করা হবে এবং গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সীমান্ত এলাকায় মশাল মিছিলের খবর পেয়েছেন এবং পুলিশ পাঠানো হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে।