ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার, সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস, সহ আরও অনেক নেতা-কর্মী।
বক্তারা বলেন, “বর্তমানে ডিপ্লোমা নার্সদের পেশাগত স্বীকৃতি না থাকায় চাকরি, উচ্চশিক্ষা ও বিদেশে চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এটি নার্সদের মনোবল ও পেশাদারিত্বে বড় বাধা।”
তারা আরও বলেন, ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং নার্সদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।