ঢাকায় মালামাল কিনতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ী বাপন বণিক (৩৩)-কে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন।
বাপন বণিক ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা বাসস্ট্যান্ডের ‘বণিক কনফেকশনারি’র মালিক। তিনি ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হন।
বাপনের ছোট ভাই আপন বণিক জানান, চিকিৎসকরা ধারণা করছেন, তিনি হয়তো মলমপার্টির খপ্পরে পড়েছিলেন।
বাপন বণিকের মামাতো ভাই রিংকু দত্ত জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে বাপনের শ্বশুরবাড়ির লোকজন ওয়ারী থেকে তাকে উদ্ধার করেন। এ সময় তিনি অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে দ্রুত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
বাপন বণিক নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিমল বণিক ও গীতা বণিকের ছেলে।