ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। চলতি বছর চীন থেকে আগত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন, ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
চীনা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে বাংলা বিভাগে অধ্যয়ন করছেন। মূলত ভাষা শেখা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে তারা এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী আগস্ট মাসে চীনের আরও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের জন্য পড়তে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে আবার প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ারও আগ্রহ দেখিয়েছেন।
এই ধারাবাহিকতা বজায় রাখতে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সইয়ের আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে এবং খুব শিগগিরই একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে MoU রয়েছে। এই চুক্তির আওতায় এবং চীন সরকারের বৃত্তি নিয়ে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ (২০২৪ সালে ছিল ৭ জন)।
সর্বশেষ ১৯ এপ্রিল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছে। সফরের সময় অনুষ্ঠিত হয় একটি অ্যাকাডেমিক বিনিময় সভা, যেখানে উভয়পক্ষ ভবিষ্যৎ পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে আলোচনা করে।