তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনাজপুরের কাহারোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী ‘২৫ বৃহস্পতিবার কাহারোল উপজেলার বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মেধাবী ১০০ জন শিক্ষার্থীর মাঝে মুসলিম হেলফেন এর অর্থায়নে ও সোশ্যাল এইড বাংলাদেশ এর বাস্তবায়নে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল এইড বাংলাদেশ এর ডিরেক্টর, ফিন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশন মোঃ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইড বাংলাদেশ এর পরিচালক মোঃ ইসহাক এম সোহেল, সোশ্যাল এইড বাংলাদেশ এর কমিউনিকেশন অফিসার মোঃ বায়েজিদ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার রায়। সভাপতিত্ব করেন সোশ্যাল এইড দিনাজপুরের সমন্বয় কারী মোঃইয়াকুব আলী।