ঢাকা, ২২ মার্চ: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তি গণতন্ত্রের প্রশ্নে একমত। তাই আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী দলগুলোর সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সে সময় সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণের কল্যাণ। জনগণ দেখতে চায় বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়।”
তিনি মতপার্থক্য দূর করতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান এবং ফ্যাসিবাদ যাতে সুযোগ না পায়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
এই ইফতার অনুষ্ঠানে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।