বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং অপশাসনে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জনগণ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে এবং তাদের প্রত্যাশা পূরণে বিএনপিকে প্রস্তুত হতে হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “এই অপশাসনের থেকে দেশকে রক্ষা করতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা এখন সময়ের দাবি।”
তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগের কথা স্মরণ রাখতে পারবে।”
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের জন্য কাজ করুন। জনগণের প্রত্যাশা পূরণে নিজেদের প্রস্তুত করুন এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত থাকুন।”
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন। ৬০ লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এতসব প্রতিকূলতার পরও জনগণ বিএনপির কাছেই বেশি আশা রাখে।
তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের গুরুত্ব দিয়ে বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজি ও অন্যান্য দক্ষতায় পারদর্শী করতে হবে। তাদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আমরা চাই, প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রতিটি নাগরিককে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হোক।”
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানকে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর তিনি এবং প্রশিক্ষকরা দেন। কর্মশালায় নেতাকর্মীরা রাষ্ট্র পরিচালনায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং আওয়ামী লীগ সরকারের সমালোচনা। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।